ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক ও পেট্রোকেমের মধ্যে চুক্তি সই

বিজনেস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, আগস্ট ৩১, ২০২০
সিটি ব্যাংক ও পেট্রোকেমের মধ্যে চুক্তি সই

ঢাকা: সম্প্রতি সিটি ব্যাংক ও পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের মধ্যে একটি কৌশলগত চুক্তি সই হয়েছে।  এটির মুখ্য উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ এবং পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈফ উদ্দৌলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তিটি হস্তান্তর করেন।  

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান মোহাম্মদ অরুপ হায়দার, এমপ্লয়ি ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদ এবং পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের জেনারেল ম্যানেজার এস এম মোজাম্মেল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সোমবার (৩১ আগস্ট) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।