ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

প্রসূতি মায়েদের সুরক্ষায় বাজারে নুভিস্তা ফার্মার ডাইড্রন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, মে ১১, ২০২০
প্রসূতি মায়েদের সুরক্ষায় বাজারে নুভিস্তা ফার্মার ডাইড্রন .

ঢাকা: নুভিস্তা ফার্মা লিমিটেড নারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ১৯৬৩ সাল থেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন ওষুধ উৎপাদন ও বিপণন কাজে নিয়োজিত আছে। এ করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রসূতি মায়েদের সুরক্ষার কথা চিন্তা করে নুভিস্তা ফার্মা বাংলাদেশে প্রথমবারের মতো প্রস্তুত করেছে ডাইড্রোজেসটেরন ১০ মি. গ্রা. ট্যাবলেট। যার নাম ডাইড্রন (Dydron)। 

ডাইড্রন (ডাইড্রোজেসটেরন ১০ মি. গ্রা.) গর্ভপাতরোধে বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত একটি ওষুধ। সর্বসাধারণের সুবিধার জন্য নুভিস্তা ফার্মা ডাইড্রনের প্রতিটি ট্যাবলেটের মূল্য ২৫ টাকা নির্ধারণ করেছে, যা বাজারে আমদানিকৃত ওষুধ থেকে ৫ টাকা কম।

 

এ বিষয়ে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. সামিনা চৌধুরী এসময়ে নুভিস্তা ফার্মার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ডাইড্রন দেশের শহরসহ গ্রামাঞ্চলেও যেন সহজলভ্য করা হয়।  

তিনি বলেন, ওজিএসবি সার্বক্ষণিক নারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে।  

এছাড়াও ওজিএসবির নির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. ফেরদৌসি বেগম বলেন, গর্ভপাত নিরোধে ডাইড্রোজেসটেরন ওষুধটি বিশেষ বিশেষ ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং ডাইড্রনের মূল্য কম হবার কারণে দেশের সাধারণ জনগণ উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মে ১১, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।