ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এনবিআরে আন্দোলন: রাজস্ব ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, জুলাই ১৬, ২০২৫
এনবিআরে আন্দোলন: রাজস্ব ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন কর্মসূচির ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ ও অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) অর্থনৈতিক সম্পদ বিভাগের (আইআরডি) এক আদেশে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আইআরডির যুগ্ম সচিব সৈয়দ রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত ওই কমিটিতে অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, এনবিআর, আইআরডি, ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই ও বিজিএমইএর প্রতিনিধি রাখা হয়েছে। আইআরডির একজন উপ-সচিব কমিটির সদস্য সচিব হবেন।

কমিটি ২৮ ও ২৯ জুন দুই দিন চট্টগ্রাম কাস্টম হাউজ বন্ধ থাকাকালীন সময়ে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ নির্ণয় করবে। কমিটি দুই মাসে কর্মসূচি পালনের কারণে সকল কাস্টম, এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউজ, কাস্টমস বন্ড কমিশনারেট এবং এর আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর বা অন্যান্য  দপ্তর সমূহের এবং কর অঞ্চল সমূহের রাজস্ব ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে।

কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি পালনকালে শুল্কায়ন কার্যক্রম এবং সকল স্থলবন্দর ও নৌ-বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমের ক্ষয়ক্ষতিসহ দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ নিরূপণ করে এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে সরকারকে প্রতিবেদন দাখিল করবে।

জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।