ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বরিশালে জামদানি-তাঁতবস্ত্র মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, অক্টোবর ১৬, ২০১৯
বরিশালে জামদানি-তাঁতবস্ত্র মেলার উদ্বোধন মেলার উদ্বোধন করছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে আন্তর্জাতিক জামদানি-তাঁতবস্ত্র রপ্তানি মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ’র মাঠে এ মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান।

আয়োজকরা জানান, প্রতিবছরের চেয়ে এবছরের মেলায় রয়েছে আধুনিকতার ছোঁয়া।

এবারের মেলায় স্থান পেয়েছে প্রায় শতাধিক স্টল। স্টলগুলোতে দেশি-বিদেশি কাপড়ের সমাহার ঘটানো হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে মেলার মাঠে এসেছে নানা রংয়ের শাড়ি।

মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দি-কাঞ্চন সার্কাস এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী।

মেলার মাঠে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের হাতে গড়া সামগ্রী নিয়ে রয়েছে ব্যাপক চমক।

মেলার মাঠ নিয়ন্ত্রণে থাকবে সিসি ক্যামেরার এবং মেলার মাঠে প্রবেশদ্বারের সামনে রয়েছে আধুনিক ফোয়ারা যা গানের তালে তালে দুলবে বলে জানান আয়োজক কমিটি।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।