ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, অক্টোবর ১৫, ২০১৯
রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পরিবেশক সম্মেলন

রংপুর: রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিবেশক সম্মেলন হয়েছে।

সোমবার (১৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১৪ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্যাস স্টোভ, ওয়াটার পাম্প, ওয়িং স্কেল, কিচেন সিঙ্ক, হার্ডওয়্যার টুলসসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে দুই হাজারের বেশি পরিবেশক অংশ নেন।

এতে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা তাকবির রহমান, মহাব্যবস্থাপক (মার্কেটিং) চৌধুরী ফজলে আকবারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।