ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শারমীন জুয়েলার্সের ব্যাংক অ্যাকাউন্ট তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১১, অক্টোবর ১৪, ২০১৯
শারমীন জুয়েলার্সের ব্যাংক অ্যাকাউন্ট তলব

ঢাকা: শারমীন জুয়েলার্সের ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিএফআইইউ থেকে ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠিয়ে ১৭ অক্টোবরের মধ্যে শারমীন জুয়েলার্সের লেনদেনের সব তথ্য দিতে বলা হয়েছে।
 
রোববার (১৩ অক্টোবর) বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বাংলানিউজকে বলেন, শারমীন জুয়েলার্সের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য ৫ কর্মদিবসের মধ্যে বিএফআইউতে পাঠাতে ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে।


 
শারমীন জুয়েলার্সের মালিক বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক খান।
 
বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।