ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

চলতি সপ্তাহে দুই কোম্পানির ইজিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, অক্টোবর ৯, ২০১৯
চলতি সপ্তাহে দুই কোম্পানির ইজিএম

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দু’টি প্রতিষ্ঠান চলতি সপ্তাহে তাদের বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। প্রতিষ্ঠান দু’টি হলো- রতনপুর স্টিল রিং রোলিং মিলস লিমিটেড ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রতনপুর স্টিল রিং রোলিং মিলস লিমিটেডের ইজিএম বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গায় শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (এসজিসিসিপি) অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটি রেকর্ড ডেট ছিল ১৮ সেপ্টেম্বর।

অন্যদিকে আইএফআইসি ব্যাংক লিমিটেডের ইজিএম বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি রেকর্ড ছিল ১৬ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।