ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ভোমরা স্থলবন্দর সড়ক চার লেনে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪২, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ভোমরা স্থলবন্দর সড়ক চার লেনে উন্নীত করা হবে: প্রতিমন্ত্রী

সাতক্ষীরা: পদ্মা সেতু চালু হওয়ার আগেই ভোমরা স্থলবন্দর সড়ক চারলেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনয়নে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভোমরা প্রতি সরকারের বিশেষ দৃষ্টি রয়েছে।

এ বন্দরের যেমন অনেক প্রতিবন্ধকতা, তেমনি অনেক সম্ভাবনাও রয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে আগামী ৪-৫ বছরের মধ্যে ভোমরা বন্দরকে একটি আকর্ষণীয় বন্দরে পরিণত করা হবে।

একই সঙ্গে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভোমরা বন্দরে রেজিস্ট্রার্ড শ্রমিক সংগঠন থাকা সত্ত্বেও লেবার ঠিকাদার কীজন্য? তা আমার বোধগম্য নয়। এ বিষয়ে আলোচনা হয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

সভায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, কাস্টমস কমিশনার মোস্তবা আলী, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক মনিরুল ইসলাম মিনি, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।