ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ওয়াসার সেরা বিল সংগ্রহকারী সনদ পেলো এক্সিম ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ঢাকা ওয়াসার সেরা বিল সংগ্রহকারী সনদ পেলো এক্সিম ব্যাংক

ঢাকা: ঢাকা ওয়াসার বিল সংগ্রহ করা ৩৩টি ব্যাংকের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে ‘সেরা বিল সংগ্রহকারী’ সনদ পেয়েছে এক্সিম ব্যাংক।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের হাত থেকে এই সনদ গ্রহণ করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।  

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ।

এক্সিম ব্যাংকের শতভাগ অনলাইন সুবিধা পাওয়া শাখাগুলোর মাধ্যমে ঢাকা ওয়াসার বিল সংগ্রহের জন্য ২০১৮ সালের জানুয়ারিতে এক চুক্তি সই হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯ 
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।