ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

স্টার কাবাব-ঘরোয়ার ম্যানেজারের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, সেপ্টেম্বর ১২, ২০১৯
স্টার কাবাব-ঘরোয়ার ম্যানেজারের কারাদণ্ড জেলহাজতে নেওয়া হচ্ছে দুই ম্যানেজারকে, ছবি: সংগৃহীত

ঢাকা: জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে এবং নোংরা পরিবেশ খাবার পরিবেশনের অভিযোগে রাজধানীর দু’টি রেস্টুরেন্টের দুই ম্যানেজারকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্ত নূর চৌধুরী এ দণ্ড দেন।

ডিএসসিসি সূত্রে জানা যায়, খাদ্যে ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর ধানমণ্ডি এলাকায় অবস্থিত স্টার কাবাব ও ঘরোয়া রেস্টুরেন্টে অভিযান চালায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর পোড়া তেল, কাপড়ে ব্যবহারযোগ্য রং ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়ায় এবং কাঁচা ও রান্না করা মাংস ফ্রিজে একসঙ্গে রাখায় ১৮৬ ধারায় স্টার কাবাবের ম্যানেজার মনিরুল ইসলামকে পাঁচদিনের ও ঘরোয়া রেস্টুরেন্টের ম্যানেজার গোলাম রাব্বানিকে দু’দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।