ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এনআরবিসি ব্যাংকে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, সেপ্টেম্বর ১১, ২০১৯
এনআরবিসি ব্যাংকে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে কর্মশালা অনুষ্ঠিত।

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে ম্যানেজার অপারেশনদের জন্য ব্রাঞ্চ ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) এনআরবি কমার্শিয়াল ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে তিন দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে ট্রেনিংয়ের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ। এসময় কর্মশালায় অংশ নেওয়া বিভিন্ন শাখার ম্যানেজার অপারেশনদের সুষ্ঠুভাবে এবং স্বচ্ছতার সঙ্গে শাখা পরিচালনায় করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন।

কর্মশালার সমাপনীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, ব্রাঞ্চ অপারেশন এবং কন্ট্রোল ডিভিশনের প্রধান এ আই এম মোস্তফাসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।