ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সবার নজর ‘রাজু’র দিকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, আগস্ট ১১, ২০১৯
সবার নজর ‘রাজু’র দিকে কোরবানির পশু ‘রাজু’, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের প্রধান পশুর হাটে শেষ সময়ের কেনাবেচা জমে উঠেছে। পশু কিনতে অনেকেই হাটে ভিড় জমিয়েছেন।

হাটে ছোট-বড়, মাঝারি বিভিন্ন সাইজের কয়েক হাজার গরু উঠলেও সবার নজর কেড়েছে জসিম ব্যাপারীর রাজু নামের বিশাল গরুটি। তিনি দাম চাইছেন সাড়ে চার লাখ টাকা।

লক্ষ্মীপুরের প্রধান গরুর হাটে ঢুকতে চোখে পড়ে ‘রাজু’কে। রোববার (১১ আগস্ট) বিকেলে পশুর হাটে কৌতূহলী লোকজন বড় গরুটি দেখতে ভিড় জমান। কেউ কেউ গরুটির সঙ্গে সেলফিও তুলছেন।

কথা হয় গরু ব্যাপারী মালিক জসিমের সঙ্গে। তিনি বাংলানিউজকে জানান, লক্ষ্মীপুর হাটে বেচার জন্য ‘রাজু’কে তিনি বরিশালের হিজলা উপজেলা থেকে কিনেছেন। সাড়ে চার লাখ টাকা দাম চাইছেন। উঠেছে ২ লাখ ৬০ হাজার টাকা। তবে এ দামে বিক্রি করতে রাজি নন।

বাজার ঘুরে দেখা যায়, দেশীয় জাতের এমন গরু বাজারে অপরটি নেই। যে কারণে গরুটির চড়া দাম হাঁকিয়েছেন তিনি।

জানা যায়, জসিম ব্যাপারী প্রতিবছর কোরবানিকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থান থেকে বড় বড় গরু সংগ্রহ করেন। ওইসব গরু তিনি লক্ষ্মীপুরের বিভিন্ন হাটে তোলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।