ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ওজনে কারচুপির অপরাধে উত্তরায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, জুলাই ১, ২০১৯
ওজনে কারচুপির অপরাধে উত্তরায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: রাজধানীর উত্তরা এলাকায় ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে দু’টি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জুলাই) বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

অভিযানে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, পরিদর্শক মো. রাকিবুল আলম ও মো. ইনজামামুল হক অংশ নেন।

অভিযানে বিএসটিআই’র ভেরিফিকেশন সনদ বিহীন মিটার স্কেল ব্যবহার করায় মেসার্স উইভার্স ফার্নিশিং অ্যান্ড উডসকে ৪০ হাজার টাকা ও ভেরিফিকেশন সনদ বিহীন ত্রিশ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন ডিজিটাল স্কেল ব্যবহার করায় মেসার্স খাজানা মিঠাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।