ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রোজায় বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৭, মে ৭, ২০১৯
রোজায় বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল

ঢাকা: রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (০৬ মে) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য মনিটরিংয়ের জন্য মনিটরিং সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়।

দেশের যেকোনো স্থানে পণ্যের মূল্য বৃদ্ধির তথ্য সেলকে দেওয়ার জন্য ৯৫৪৯১৩৩, ০১৭১২-১৬৮৯১৭, ৯৫১৫৩৪৪ ও ০১৯৮৭-৭৮৭২০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বেসরকারি টেলিভিশন ওর্নাস অ্যাসোসিয়েশনের (অ্যাটকো) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, দেশে চিনি, ছোলা, ডাল, তেল, চালের পর্যাপ্ত মজুদ রয়েছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ে আমরা সার্বিকভাবে সন্তুষ্ট। এবার রমজানে মানুষের উপর চাপ পড়বে না। রোজা সামনে রেখে আমাদের মনিটরিং টিম যথেষ্ট সচেতন। একই সঙ্গে রমজানে অসাধু ব্যাবসায়ীদের কোনো সুযোগ না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ০৬, ২০১৯
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।