ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

চীনা নাগরিকদের জন্য ইউসিবির স্পেশাল সার্ভিস কাউন্টার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০১, মে ৬, ২০১৯
চীনা নাগরিকদের জন্য ইউসিবির স্পেশাল সার্ভিস কাউন্টার  ইউসিবির স্পেশাল সার্ভিস কাউন্টার উদ্বোধন অনুষ্ঠানের অতিথিরা। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) বিশেষায়িত ব্যাংকিং সেবা চালু হয়েছে। 

সোমবার (০৬ মে) আনুষ্ঠানিকভাবে ইউসিবির স্পেশাল সার্ভিস কাউন্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলর লি গুয়াংজুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট ঝুয়াং লিফেন ও চাইনিজ চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের প্রেসিডেন্ট লিন ওয়িকোইঙ্গ।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ কাদরি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মুস্তাফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব নাবিল মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুনসহ অন্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মে ০৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।