ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পর্দা নামলো ব্র্যান্ড্রিলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মে ১৪, ২০১৮
পর্দা নামলো ব্র্যান্ড্রিলের গুড লাক প্রেসেন্টস ব্র্যান্ড্রিল-২০১৮

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত ভয়েস অব বিজনেস (ভিওবি) একটি ম্যাগাজিন প্রকাশনা ক্লাব। বিগত ১১ বছর ধরে সাফল্যের সঙ্গে শিক্ষার্থীদের জন্য এই ক্লাবটি আয়োজন করে আসছে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার, ইভেন্ট ইত্যাদি। 

তাছাড়া এটি পুরো বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিজনেস ম্যাগাজিন প্রকাশনা ক্লাব হিসেবে খ্যাত।  

সময়ের চাহিদার কথা মাথায় রেখে ২০১৭ সালে সর্ব প্রথম সাফল্যজনকভাবে ব্র্যান্ডিং প্রতিযোগিতা নিয়ে আসে।

সেই সাফল্যের ধারাবাহিকতা রক্ষার্থে তারা আবারও নিয়ে আসে ‘গুড লাক প্রেসেন্টস ব্র্যান্ড্রিল-২০১৮- পাওয়ারড বাই ক্লিক’।

সোমবার (১৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামলো ব্র্যান্ড্রিলের।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ছিল অনলাইন আইডিয়া দেয়া। তাদের মধ্য থেকে শীর্ষ ৫০ জন জায়গা পেয়ছেন। দ্বিতীয় রাউন্ডে এবং পরবর্তীতে ওয়ার্কশপ প্রতিযোগীদের জন্য আয়োজন করা হয়েছে। যেখানে তারা দ্বিতীয় রাউন্ড বিজ্ঞাপন পরিবেশন আগে প্রস্তুতি নিতে পারেন।

সবার অংশগ্রহণে প্রথম দুই রাউন্ডের সমাপ্তি হয় এবং বাছাই করা শীর্ষ ১০টি দল চলে যায় ফাইনালে বিজয়ী পদের জন্য লড়াই করতে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম গোল ডিগারস জিতে নেয় এক লাখ টাকার নগদ পুরস্কার ও ক্রেস্ট, দ্বিতীয় স্থান অধিকারী ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে টিম নিও ফাইটস এবং তৃতীয় স্থান অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের টিম পায়রো জিতে নেয় ৬০ এবং ৪০ হাজার টাকার নগদ পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট।

প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিচারক হিসেবে ছিলেন প্রাণ আরএফএল’র সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদুল ইসলাম, ব্র্যান্ড স্ট্রাটেজি অ্যান্ড ক্রিয়েটিভ লিড ম্যানেজার (গ্রামীণফোনে) ইফতেখার আলম, এবং ঢাবির অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে ভয়েস অব বিজনেসের প্রেসিডেন্ট তানভীর আহমদ আগামীতে ব্র্যান্ড্রিলকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ১৪, ২০১৮
এমআইএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।