ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আইডা থেকে ঋণ নেবে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, সেপ্টেম্বর ২৭, ২০১৭
আইডা থেকে ঋণ নেবে বাংলাদেশ ফাইল ফটো

ঢাকা: অর্থমন্ত্রী আবুল আবদুল মুহিত বলেছেন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (আইডা) থেকে ঋণ নেবে বাংলাদেশ। এই ঋণের জন্য এরই মধ্যে স্বাস্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
 
মুহিত বলেন, আইডা বিশ্বের রিফিউজি সমস্যা সমাধানে ‘রিফিউজি ফান্ড’ নামে ২০০ কোটি ডলারের একটি তহবিল গঠন করেছে।

সেখানে টাকা আছে, এখনও খরচ হয় নাই। তারা ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা সেটা গ্রহণ করেছি।
 
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে পূর্বাভাস দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এডিবি ও বিশ্বব্যাংক প্রত্যেক বছরই এটা করে। আমিও একই মতামত দেই। এবারই তাই দিচ্ছি। তাদের এস্টিমেট জিডিপির প্রবৃদ্ধি সব সময় যা হয়, তার চেয়ে অনেক কম থাকে। এটি প্রমাণিত এই জন্যে যে তারা নিজেদের সূত্রে এসব খবর দেয়।
 
এমএ মুহিত বলেন,  অক্টোবরে আমাদের পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের জন্য চূড়ান্ত প্রতিবেদন দেবে। এখন প্রস্তুত করা হচ্ছে। সেখানে আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ থেকে ৪ শতাংশ অর্জন হবে।  

‘এডিবি ও বিশ্বব্যাংককে অতিক্রম করে সেটাই  অর্জিত হয়।  পরিসংখ্যান ব্যুরো ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুলাই সময়ের এস্টিমেট করছে। ’
 
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।