ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে অবৈধ মজুদ রোধে বাজার মনিটরিং টিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, সেপ্টেম্বর ১৯, ২০১৭
ময়মনসিংহে অবৈধ মজুদ রোধে বাজার মনিটরিং টিম ময়মনসিংহে অবৈধ মজুদ রোধে বাজার মনিটরিং টিম

ময়মনসিংহ: ময়মনসিংহে চালের অবৈধ মজুদ বন্ধ করতে উচ্চ পর্যায়ে বাজার মনিটরিং টিম মাঠে নেমেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মেছুয়া বাজারের হিজবুল্লাহ রোডের পাইকারি চালের আড়ত পরিদর্শনে যায় এ টিম।

এ টিমের নেতৃত্বে ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আরিফ আহমেদ খান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) এস এম সাইফুল ইসলাম।

এ সময় তারা চালের গুদাম পর্যবেক্ষণ করেন এবং কেউ যাতে দীর্ঘদিন চালের মজুদ ধরে না রাখে সেজন্য তাদের কড়া নির্দেশনা দেন।  

জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) এস এম সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গুদাম পর্যবেক্ষণে কোনো অবৈধ মজুদ চোখে পড়েনি। খোলা বাজারে পুরোদমে চাল বিক্রি হওয়ায় এর প্রভাব বাজারেও পড়তে শুরু করেছে। ফলে বাজারে চালের দাম এখন নিম্নমুখী। সব ধরণের চালের দাম কেজি প্রতি কমেছে এক টাকা করে।  

জেলা খাদ্য বিভাগ ও জেলা প্রশাসনের নেতৃত্বে উচ্চ পর্যায়ে বাজার মনিটরিং টিম পরবর্তীতে নগরীর নতুন বাজার ও কাঁচিঝুলি এলাকার চালের খুচরা বাজার পরিদর্শন করেন। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরাও তাদের সঙ্গে ছিলেন।

এদিকে, মঙ্গলবার দ্বিতীয় দিনেও সকাল থেকেই সরকারিভাবে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি অব্যাহত রয়েছে। নিম্ন আয়ের মানুষজনকে স্বল্পমূল্যে চাল সরবরাহের লক্ষ্যে নগরীর নওমহল, কাঁচিঝুলি, কাঠগোলা বাজারসহ ১০টি পয়েন্টে পুরোদমে এ চাল বিক্রি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।