ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনবে বাংলাদেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, সেপ্টেম্বর ১৮, ২০১৭
মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনবে বাংলাদেশ চালের ফাইল ছবি

ঢাকা: মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল কিনবে বাংলাদেশ। ৪৪২ ডলারে প্রতি টন চাল আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশকে দেবে মিয়ানমার।

খাদ্য মন্ত্রণালয়ে এক কর্মকর্তা সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানান।  

এদিকে রোববার থেকে খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু করেছে সরকার।

প্রথদিনের তুলনায় দ্বিতীয় দিন চাল বিক্রি বেড়েছে। তবে আতপ চাল হওয়ায় খুলনায় মানুষজনের মধ্যে আগ্রহ কম থাকার চিত্র পাওয়া গেছে।  

এদিকে নাটোরে বেশ কয়েকটি চালের আড়তে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার তথ্য পাওয়া গেছে। এছাড়া কুষ্টিয়া, বগুড়াসহ বিভিন্ন মিলে অভিযান চালানোর ফলে চালের দর কিছুটা নিম্নমুখী বলে জানা গেছে।

জানা যায়, বাংলাদেশের পক্ষ থেকে ৫ শতাংশ ভাঙা (সেদ্ধ) চাল কেনার আগ্রহ দেখানো হয়। কিন্তু মিয়ানমার ওই চালের দাম বাজারমূল্যের চেয়ে বেশি চায়। এ পনিস্থিতিতে শেষ পর্যন্ত আতপ চাল কেনার ব্যাপারে রাজি হয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।