ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

দুবাই থেকে এক্সপো সরাতে চায় দোহা, ভূমিকা নেবে না ঢাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৭, আগস্ট ২৭, ২০১৭
দুবাই থেকে এক্সপো সরাতে চায় দোহা, ভূমিকা নেবে না ঢাকা

ঢাকা: উপসাগরীয় সংকটের জেরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আগামী ২০২০ সালে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড এক্সপো অন্য দেশে সরিয়ে নিতে চাইছে কাতার। আর এই ইচ্ছে বাস্তবায়নে বাংলাদেশকে পাশে চাইছে তারা।

বোববার (২৭ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমি এই সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী সংবাদিকদের বলেন, কাতারের ওপর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের চাপানো অবরোধ ও ভুল বোঝাবুঝিতে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এজন্য কাতার মনে করে তার এক্সপোতে অংশ নেওয়া সুযোগ পাবে না। এ কারণে দুবাই থেকে এ এক্সপো অন্য দেশে সরিয়ে নেওয়া জন্য বাংলাদেশকে পাশে চায় কাতার।

তিনি বলেন, আমি রাষ্ট্রদ‍ূতকে বলেছি বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ভোটাভুটিতে দুবাইয়ের ভেন্যু নির্বাচিত হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ কোনো ভূমিকা নেবে না। বাংলাদেশ চায় সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেক্ষেত্রে সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাতও কাতারের মতো বাংলাদেশের বন্ধু।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
আরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।