ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

যশোরে কাঁচা মরিচে ঝাল বেড়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, আগস্ট ১১, ২০১৭
যশোরে কাঁচা মরিচে ঝাল বেড়েছে কাঁচা মরিচে বেড়েছে ঝাঁঝ। ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের বাজারে কাঁচা মরিচে অতিরিক্ত ঝাল বেড়েছে। বৃষ্টির কারণে উৎপাদন কমেছে অজুহাতে মরিচ বেশি দামে বিক্রি হচ্ছে। ১০ দিনের ব্যবধানে আকস্মিক এ মূল্য বৃদ্ধির কারণে ভোক্তারা পড়েছেন বিপাকে।

শুক্রবার (১১ আগস্ট) শহরের বড় বাজার ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড তরকারির বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি কাঁচা মরিচের খুচরা দাম ১৪০ থেকে ১৬০ টাকা, যা ১০ দিন আগেও বিক্রি হয়েছে ৬০ টাকায়।

চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজারের খুচরা তরকারি বিক্রেতা এনামুল হোসেন বাংলানিউজকে বলেন, শহরের কাঁচা মরিচের পাইকারি মোকামের বড় বাজার কালীবাড়ী মার্কেটে গত ১০ দিন ধরে মরিচের মূল্যের উর্দ্ধগতি।

শুক্রবার এ মোকামে ১১০ থেকে ১২৫ টাকা পাইকারি দরে কাঁচা মরিচ কিনতে হয়েছে। ফলে খুচরা বাজারে ১৪০ টাকার নিচে বিক্রি সম্ভব নয়। তবে কয়েকদিন আগেও পাইকারি বাজারে সর্বোচ্চদাম ছিলো ৫০ থেকে ৬০ টাকা।

কালীবাড়ী পাইকারি মোকামের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চুয়াডাঙ্গা, ফরিদপুরের মধুখালি ও মাগুরা এলাকার ঝেঁয়া জাতের কাঁচা মরিচ যশোরে আসে। তবে সম্প্রতি বৃষ্টির কারণে মরিচ গাছের ক্ষতি হওয়ায় ফলন কমে গেছে বলেই দাম চড়া। আরও দাম বাড়বে বলে ধারণা ব্যবসায়ীদের।

বাজারের ক্রেতা সাব্বির মোল্যা বাংলানিউজকে বলেন, ‘কাঁচা মরিচের অতিরিক্ত দামের কারণে বিকল্প হিসেবে শুকনো মরিচ কিনেছি। ’

তিনি অভিযোগ করে বলেন, ‘মোকামে কেজিতে ১০ টাকা বাড়লে খুচরা বিক্রেতারা বাড়িয়ে দেয় ৫০ টাকা। যখন মোকামে ৫০ টাকা দাম কমে, তখন তারা কমায় ১০ টাকা। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা,  আগস্ট ১১, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি-ব্যবসা এর সর্বশেষ