ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ৩৪তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, মে ২৩, ২০১৭
ইসলামী ব্যাংকের ৩৪তম বার্ষিক সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা

‍ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) রাজধানীর কুর্মিটোলা গল্ফ ক্লাবে সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডাররা।

সভায় ২০১৬ সালের লাভ-ক্ষতির হিসাব এবং শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
পিআর/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।