ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বিড়িতে ‘অসহনীয়-অযৌক্তিক’ কর প্রত্যাহারের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, মে ২৩, ২০১৭
বিড়িতে ‘অসহনীয়-অযৌক্তিক’ কর প্রত্যাহারের দাবি মানববন্ধনে বিড়ি শ্রমিকরা। ছবি: রানা

ঢাকা: বিড়ির ওপর অস্বাভাবিক, অসহনীয় ও অযৌক্তিক কর বৃদ্ধির অভিযোগ এনে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বলা হয়, ‘গত দুই বছর ধরে বিড়ির ওপর অস্বাভাবিক কর আরোপে এ শিল্প দারুণভাবে ক্ষতিগ্রস্ত।

বিড়ি শ্রমিকরা বাঁচতে চান, কাজের মাধ্যমে বাঁচতে চান’।

প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানিয়ে আরও বলা হয়, ‘অসহনীয়,  অযৌক্তিক কর প্রত্যাহারের নির্দেশ দিয়ে বিড়ি শ্রমিকদের বাঁচতে দিন’।

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বলা হয়, ‘অর্থমন্ত্রী পর পর দু’টি সংবাদ সম্মেলনে উচ্চারণ করেছেন যে, আগামী দুই বছরের মধ্যে বিড়ি শিল্পকে বিদায় করতে চাই। এ বক্তব্যে অসহায় শ্রমিকদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে’।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বিড়ি শিল্প ও শ্রমিকদের প্রতিনিধিরা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমইউএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।