ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আগরতলা ফ্লাইওভার তৈরি হচ্ছে ক্রাউন সিমেন্টে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আগরতলা ফ্লাইওভার তৈরি হচ্ছে ক্রাউন সিমেন্টে ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে ক্রাউন সিমেন্ট/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়েছে ক্রাউন সিমেন্টের সুনাম। আর তাই ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ফ্লাইভার তৈরি হচ্ছে ক্রাউন সিমেন্টে।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে  চলমান ৪র্থ ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে অংশ নিচ্ছে ক্রাউন সিমেন্ট। এসেছে ভারতের নানা প্রতিষ্ঠানও।

আর আগরতলা ফ্লাইওভার ক্রাউন সিমেন্টে তৈরি হওয়ার খবরে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারাও যাচ্ছেন ক্রাউন সিমেন্টের স্টলে।

ক্রাউন সিমেন্টের ট্যারিটরি অফিসার ইঞ্জিনিয়ার মারুফ আহমেদ বাংলানিউজকে বলেন, ‘ক্রাউন সিমেন্ট কখনো মানের সঙ্গে আপোষ করে না। আমাদের সিমেন্টের মান দেখেই আগরতলার ফ্লাইওভার তৈরি হচ্ছে ক্রাউন সিমেন্টে’।

আগরতলা ফ্লাইভারটির দৈর্ঘ্য ২ দশমিক ৪ কিলোমিটার বলে জানিয়েছেন ক্রাউন সিমেন্টের কর্মকর্তা তারেকুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, ‘ত্রিপুরা ও আসামে আমাদের প্রচুর সিমেন্ট রফতানি হচ্ছে। শুধু ভারতে নয়, আরো বেশ কয়েকটি দেশেও আমাদের সিমেন্ট রফতানি হচ্ছে। বছরে আমরা প্রায় ১৫ লাখ ৭০ হাজার ব্যাগ সিমেন্ট রফতানি করে থাকি’।

ক্রাউন আইজোনিল সিমেন্ট দিয়ে অবকাঠামো তৈরি হলে তা ২০ বছরের নিরাপত্তা গ্যারান্টি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

পদ্মাসেতুর নির্মাণেও ক্রাউন সিমেন্ট ব্যবহৃত হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এজন্য সেতুর নির্মাণ কাজে নিযুক্ত চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশনের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উদ্বোধন করেন ৪র্থ ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারের। তিন দিনব্যাপী মেলায় এসেছেন ভারত ও বাংলাদেশের ব্যবসায়ী ও দর্শনার্থিরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা মেলাটি সবার জন্য উন্মুক্ত।
 
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
ইউএম/এএসআর

**
ট্রেড ফেয়ারে দর্শনার্থীদের আকর্ষণ অলিম্পিকে
** ইন্দো-বাংলা ট্রেড ফেয়ারে টাটায় ছাড় ৫০ হাজার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।