ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আনসেলফিশ সেলফি নিয়ে প্রীতম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, ফেব্রুয়ারি ৪, ২০১৭
আনসেলফিশ সেলফি নিয়ে প্রীতম আনসেলফিশ সেলফি নিয়ে প্রীতম

ঢাকা: ‘আসো মামা হে’, ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’ চমকের পর অনেকটা একই ঘরানার আরএনবি ফিউশন গানের ভিডিও প্রকাশ পেয়েছে তরুণ সংগীতশিল্পী প্রীতম হাসানের।

‘আনসেলফিশ সেলফি’ নামের এই মিউজিক ভিডিওটি মূলত সিম্ফনি মোবাইলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘সিম্ফনি জেড এইট’র একটি প্রমোশনাল মিউজিক ভিডিও। গল্পভিত্তিক এই মিউজিক ভিডিওটি বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) প্রকাশ পায় সিম্ফনি মোবাইলের ফেসবুক পেজে।

নাচ, গান, গল্প ও র‌্যাপের সমন্বয়ে তৈরি মজার এই মিউজিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সাড়া ফেলেছে। প্রীতম হাসানের সুর, সংগীত এবং কণ্ঠের এই গানটি লিখেছেন আদনান, র‌্যাপ করেছেন পল্লব এবং ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এতে প্রীতম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং শার্লিন।

বিজ্ঞাপনভিত্তিক মিউজিক ভিডিওটি সম্পর্কে প্রীতম হাসান বলেন, এটি করার জন্য আমরা খুবই অল্প সময় পেয়েছি। তবে চেষ্টা করেছি অল্প সময়ের ভেতরে প্রডাক্টের সম্পর্কে মানুষকে জানাতে; যা দেখলে মানুষের মনে হয় না যেন এটি একটি বিজ্ঞাপন। মিউজিক ভিডিওটি প্রকাশ হওয়ার পর এখন খুবই ভালো লাগছে।

ভিডিওটির লিংক: https://www.youtube.com/watch?v=SFjquq4xkew

বিস্তারিত জানার জন্য যোগাযোগ, মাহমুদ আইউব রুপক ০১৭৮৭৬৫১২২৪।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।