ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ঈদে পাঁচদিনের ছুটি আখাউড়া স্থলবন্দরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, জুলাই ৪, ২০১৬
ঈদে পাঁচদিনের ছুটি আখাউড়া স্থলবন্দরে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ঈদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পাঁচ দিন বন্ধ থাকছে। রোববার (০৩ জুলাই) থেকে বৃহস্পতিবার (০৭ জুলাই) পর্যন্ত টানা পাঁচদিন এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে, বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির উপদেষ্টা মো. হাসিবুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিবুল হাসান জানান, ০৩ জুলাই থেকে ০৭ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচদিন বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার (০৯ জুলাই) সকাল থেকে যথারীতি বন্দরের সব কাজ চলবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
পিসি/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।