ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

কামাল উদ্দিন মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিবার্চিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, জুন ২৯, ২০১৬
কামাল উদ্দিন মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিবার্চিত

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন এম কামাল উদ্দিন।

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইইবিতে রোববার (২৬ জুন) কোম্পানির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এম কামাল উদ্দিনকে কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান, ড. মোহাম্মদ মিজানুর রহমানকে ভাইস-চেয়ারম্যান এবং কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে মো. নুরুল আমিনকে নির্বাচিত করা হয়।

এসময় কোম্পানির চেয়ারম্যান এম কামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান মজুমদার, পরিচালক মো. সিরাজুল ইসলাম, মো. নবীউল্লাহ, মোহাম্মদ সোলায়মান, মো. নুরুল আমিন, মো. নাছির উদ্দিন, স্বতন্ত্র পরিচালক মো. শাহ আলম, শেয়ারহোল্ডার, ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্যে ২০১৫ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এমএফআই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।