ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এনবিএল’র ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন ফরিদ উদ্দিন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, জুন ১২, ২০১৬
এনবিএল’র ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন ফরিদ উদ্দিন

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) দিলকুশা শাখার ব্যবস্থাপক মো. ফরিদ উদ্দিন আহম্মেদ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

ফরিদ উদ্দিন আহম্মেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বি. কম (সম্মান) ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ১৯৮৪ সালের এপ্রিল মাসে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এ যোগদান করেন।

সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ফরিদ উদ্দিন আহম্মেদ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ১২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।