ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

‘খাদ্যশস্য রফতানি হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, জুন ৩, ২০১৬
‘খাদ্যশস্য রফতানি হচ্ছে’

ঢাকা: বাংলাদেশ থেকে এখন বিশ্বের বিভিন্ন দেশের খাদ্যশস্য রফতানি হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

শুক্রবার (০৩ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটত্তোর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মতিয়া চৌধুরী বলেন, শুধু দানাদার খাদ্যশস্য নয়। সব ধরনের খাদ্যশস্য উৎপাদনে দেশ এখন অনেক এগিয়ে গেছে। নিজের চাহিদা মিটিয়ে অনেক খাদ্য উদ্বৃত্ত থাকে। আর তা বিদেশে রফতানি করা হয়।

‘এসব বিষয় মাথায় রেখেই বাজেট গতিশীল করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় বাজেট দেওয়া হবে। ’

এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান, সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।