ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভ চুরির তদন্তে অগ্রগতি যথেষ্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৮, মার্চ ২৪, ২০১৬
রিজার্ভ চুরির তদন্তে অগ্রগতি যথেষ্ট

ঢাকা: রিজার্ভ চুরির বিষয়ে চলমান তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন‍ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। বৃহস্পতিবার (২৪মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকে অবস্থানরত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভঙ্কর সাহা বলেন, তদন্ত চলমান। তদন্তের স্বার্থে এ ব্যাপারে কিছু বলতে পারছি না। তবে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

আইনজীবী নিয়োগের বিষয়ে তিনি বলেন, আইনগত বিষয়গুলো পর্যালোচনা করার জন্য আমাদের তালিকাভ‍ুক্ত একজন আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে ঘটে যাওয়া ঘটনাটি আমদের তদন্ত ও নিরাপত্তার স্বার্থে গত দু’দিন আমরা সব মিডিয়াকে এন্টারটেইন করতে পারিনি। যে কোনো সময় সব বিভাগে যাওয়ার যে সুযোগ ছিল সেটা দিতে পারিনি। আমাদের চিন্তা আছে নিচতলায় একটি কমিউনিকেশন সেন্টার করবো। তার আগ পর্যন্ত প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে এবং নির্দিষ্ট রেজিস্টারে ডিটেইলস জানিয়ে যেতে পারবেন।
 
তবে ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা ক্যামেরা নিয়ে আগাম অনুমোদন ব্যতিরেকে যেতে পারবেন না আর রেখে যেতে পারবেন বলে জানান তিনি।

তিনি ‍আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বা ঊর্ধ্বতন কারও বক্তব্যের প্রয়োজন হলে আগে অনুমতি নিতে হবে। অনুমতি পেলে তখন ক্যামেরা নিয়ে যেতে পারবেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ক্যামেরাসহ প্রবেশ নিষিদ্ধ রাখা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।