ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোনের আর্থ আওয়ার উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, মার্চ ১৯, ২০১৬
গ্রামীণফোনের আর্থ আওয়ার উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদ্যুতের অপচয় বন্ধে উৎসাহিত করতে ষষ্ঠ বছরের মতো বিশ্বব্যাপী আর্থ আওয়ার উদযাপনে অংশ নিলো দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে সড়ে ৯টা পর্যন্ত জিপি হাউজসহ দেশব্যাপী গ্রামীণফোনের বিভিন্ন অফিসে বাতি নিভিয়ে এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়।



এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন এ তথ্য জানায়।

আর্থ আওয়ারের মূল লক্ষ্য, বিশ্বের নাগরিকদের মধ্যে বিদ্যুতের অপচয় বন্ধে উৎসাহিত করা, তাদের কার্বন ফুটপ্রিন্ট হ্রাস ও সমসাময়িক বৈশ্বিক পরিবেশগত বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।
 
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।