ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রেমিট্যান্স সেবায় স্বর্ণপদক পেলো ইসলামী ব্যাংক

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, মার্চ ১৯, ২০১৬
রেমিট্যান্স সেবায় স্বর্ণপদক পেলো ইসলামী ব্যাংক

ঢাকা: সর্বোচ্চ প্রবাসী রেমিট্যান্স আহরণে বিশেষ অবদানের জন্য সেন্টার ফর এনআরবি স্বর্ণপদক পেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

শনিবার (১৯ মার্চ) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানের কাছে এ পদক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির সভাপতি এস এম শেকিল চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ঢাকায়  নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক, মার্কিন দূতাবাসের চিফ অব পলিটিক্যাল অ্যান্ড ইকোনোমিক অ্যাফেয়ার্স ব্র্যাড স্টিল ওয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।