ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভ চুরি বিষয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, মার্চ ১৪, ২০১৬
রিজার্ভ চুরি বিষয়ে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত / ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির বিষয়ে সরকারের বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলবেন তিনি।

বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন মন্ত্রীর একান্ত সচিব এস এম জাকারিয়া হক।  

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকারদের ৮০০ কোটি টাকা (১০ কোটি মার্কিন ডলার) চুরির বিষয়ে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হলো, আর কী ব্যবস্থা আরও নেওয়া যেতে পারে এ বিষয়ে মন্ত্রী বক্তব্য তুলে ধরবেন।

এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে অর্থমন্ত্রীর যে আলাপ হয়েছে তাতে কী সিদ্ধান্ত এলো তাও জানানো হবে সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।