ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

১৬ মার্চ থেকে ঢাকায় থাইল্যান্ড সপ্তাহ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, মার্চ ১৩, ২০১৬
১৬ মার্চ থেকে ঢাকায় থাইল্যান্ড সপ্তাহ ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী ১৬ মার্চ থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে থাই পণ্য প্রদর্শনীর আয়োজন ‘থাইল্যান্ড সপ্তাহ’। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে থাই বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) এবং ঢাকার রয়্যাল থাই দূতাবাস।



রোববার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রয়্যাল থাই দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাই দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফাসিত, কনসাল (বাণিজ্যিক) সুবিমল তিলকরুংচাই ও  বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্সের সভাপতি আইয়ুব আলী।

তারা জানান, গার্মেন্টস ও ফ্যাশন জিনিসপত্র, খাবার ও পানীয়, ভারী শিল্প, গৃহস্থালী ও আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী ৩৯টি থাই প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেবে। প্রদর্শনীটি দু’টি অংশে বিভক্ত। ১৬ ও ১৭ মার্চ ব্যবসায়ীদের জন্য এবং ১৮ ও ১৯ মার্চ সবার জন্য উন্মুক্ত থাকবে।

থাই এক্সপোটার্সদের সঙ্গে ব্যবসায়িক বৈঠকের জন্য সব বাংলাদেশি আমদানিকারক ও ব্যবসায়ীদের প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, থাইল্যান্ড সপ্তাহ দেশটির সরকারের একটি স্বতন্ত্র প্রচেষ্টা। উভয় দেশের লাভজনক ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সুযোগ-সুবিধা প্রসারিত করতে ভূমিকা রাখবে।

আগামী ১৬ মার্চ সন্ধ্যা সাতটায় থাইল্যান্ড সপ্তাহের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।   চার দিনব্যাপী প্রদর্শনী শেষ হবে ১৯ মার্চ (শনিবার)।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
জেপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।