ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, ফেব্রুয়ারি ৭, ২০১৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বগুড়া অঞ্চলের শাখাগুলোর সেবা কার্যক্রম উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বগুড়ার হোটেল সিয়েস্টার সভা কক্ষে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকটির বগুড়া জোনের প্রধান মো. আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।

বিনিয়োগের গুণগত মান সম্পর্কে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে গ্রাহক সেবায় সব শাখাগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দিনব্যাপী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের শাখা ব্যবস্থাপক, দ্বিতীয় কর্মকর্তা, বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য ডেস্কের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
টিআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।