আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে: মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিন রোববার (৩১ জানুয়ারি)। এ দিন সকাল থেকেই মেলামুখী মানুষ ছুটতে শুরু করেছেন।
বেলা ১১টায় মেলার গেটে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। তখন সবে মাত্র ভেতরের স্টলগুলো খুলতে শুরু করেছে। তবে অনেক স্টলগুলোকে বিদায়ী প্রস্তুতি নিতেও দেখা যায়। এমনকি রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) স্টলটিও খালি পড়ে থাকতে দেখা গেলো। সিকিউরিটি গার্ড ছাড়া আয়োজক প্রতিষ্ঠানের এই স্টলটি আরও কাউকে দেখা যায়নি।
মেলায় মাসব্যাপী প্রায় সব স্টলেই বিশেষ ছাড় ছিল। শেষ দিনে এ ছাড় আর বাড়বে বলে মনে করছেন মেলায় আগত দর্শনার্থীরা।

undefined
এদিকে, মেলায় চলছে সমাপনী অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মাসজুড়ে মেলায় ক্রেতারা তাদের পছন্দ মতো বিভিন্ন পণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করেছেন। রফতানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ মোট ২২টি দেশ অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসএ/টিআই