ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া স্থলবন্দরে ছুটি শেষে কার্যক্রম শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, অক্টোবর ২৯, ২০১৫
আখাউড়া স্থলবন্দরে ছুটি শেষে কার্যক্রম শুরু

আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া): ১০ দিনের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মাছ রপ্তানির মধ্য দিয়ে দুই দেশের বাণিজ্য শুরু হয়।



পরে পাথর, শুটকি, প্লাস্টিক সামগ্রীসহ অন্যান্য পণ্য বন্দর দিয়ে প্রবেশ করে।

এদিকে, ১০ দিনের ছুটি শেষে  আবারও কার্যক্রম শুরু হওয়ায় বন্দর এলাকায় প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী শুল্ক কর্মকর্তা মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে  ছাড়পত্র দেওয়ার পর প্রথমে মাছ পরে অন্যান্য পণ্য ভারতে রপ্তানি হয়।

শারদীয় দুর্গা পূজা ও লক্ষ্মী পূর্ণিমা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ১০ দিনের ছুটি ঘোষণা করে বন্দর কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।