ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

পিরোজপুরে আয়কর দিবসে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পিরোজপুরে আয়কর দিবসে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: ‘নিশ্চিত করতে উন্নয়ন, কর সুশাসন প্রয়োজন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আয়কর দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বের) সকাল সাড়ে ১০টায় শহরের টাউন ক্লাব সড়কে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন হয়।



এতে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা সুপ্রর সভাপতি গৌতম চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হেলেনা রফিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু, জেলা সুপ্রর সাধারণ সম্পাদক মাইনুল আহসান মুন্নার, জেলা সুজনের সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, ব্যবসায়ী আফজাল হোসেন লাভলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।