ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রবি ও ইউসেপের ‘গড়ি নিজের ভবিষ্যৎ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, সেপ্টেম্বর ৩, ২০১৫
রবি ও ইউসেপের ‘গড়ি নিজের ভবিষ্যৎ’ ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিশুদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ‘গড়ি নিজের ভবিষ্যৎ’ শীর্ষক চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল ফোন অপারেটর রবি অাজিয়াটা লিমিটেড এবং বেসরকারি সংস্থা ইউসেপ, বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে ইউসেপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং ইউসেপ, বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জাকি হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

রবি’র সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে এ যুব উন্নয়নমূলক প্রকল্পটিকে বেছে নেওয়া হয়েছে। ১৫ মাসব্যাপী এ দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পে চট্টগ্রামের পাঁচশ’ সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীকে তৈরি পোশাক শিল্প, ইলেক্ট্রনিক্স এবং মোবাইল সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। ইউসেপ ছাড়াও রবি’র চট্টগ্রাম অঞ্চলের রি-টেইলারদের সন্তানরা এ কার্যক্রমের অাওতায় পড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ, বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান এ মতিন চৌধুরী ও ভাইস চেয়ারম্যান এ কিউ সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।