ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রণব মুখার্জির ভূয়সী প্রশংসা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, সেপ্টেম্বর ২, ২০১৫
বাংলাদেশের অর্থনীতি নিয়ে প্রণব মুখার্জির ভূয়সী প্রশংসা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে তিনি এ প্রশংসা করেন।



সম্প্রতি নয়াদিল্লিতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করে তার স্ত্রী শুভ্রা মুখার্জির প্রয়াণে সমবেদনা জানান গভর্নর আতিউর রহমান।

বৈঠকে তারা দু’দেশের অর্থনৈতিক সম্পর্কের নানা দিক নিয়েও আলোচনা করেন। ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের সামষ্টিক আর্থিক স্থিতিশীলতা ও আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।