ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বাটা’র লভ্যাংশ প্রদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, সেপ্টেম্বর ৩, ২০১৫
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বাটা’র লভ্যাংশ প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৫৩ লাখ ৫৭ হাজার টাকা দিয়েছে পাদুকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
 
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের কাছে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ২০১৪ সালের লভ্যাংশের চেক হস্তান্তর করেন।


 
২০০৬ সালের শ্রম আইন (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের ৫ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।
 
বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিলে এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণে ফাউন্ডেশনের তহবিলে জমা দেওয়ার নিয়ম রয়েছে।
 
শ্রমসচিব মিকাইল শিপার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ও শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফয়জুর রহমান, বাটার ব্যবস্থাপনা পরিচালক চিটপান কানহাসিরি ও হেড অব হিউম্যান রিসোর্সেস সুব্রত দত্ত চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।