ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বরিশালে আল-আরাফাহ্ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, আগস্ট ৫, ২০১৫
বরিশালে আল-আরাফাহ্ ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্রিন ব্যাংকিং কার্যক্রমের আওতায় দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এর ধারাবাহিকতায় রোববার (২ আগস্ট) ব্যাংকের বরিশাল শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান।



বরিশালের এ. কে. স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান।

এ. কে. স্কুল গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসুদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন এবং ব্যবসায়ী শিব শঙ্কর বণিক, খুলনা জোনের প্রধান মোঃ মঞ্জুরুল আলম এবং বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ মুস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বদিউর রহমান স্থানীয় এলাকাবাসীর মধ্যে গাছের চারা বিতরণ করেন এবং স্কুল প্রাঙ্গনে চারা রোপন করেন।

১৫দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৩০ হাজারেরও বেশি বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।