ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক আবারও পেল ইউরোমানি সেরা ব্যাংক পুরস্কার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, জুলাই ২৫, ২০১৫
সিটি ব্যাংক আবারও পেল ইউরোমানি সেরা ব্যাংক পুরস্কার ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অর্থ ও বাণিজ্য বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান ’ইউরোমানি’ সিটি ব্যাংককে দ্বিতীয়বারের মত 'বাংলাদেশের সেরা ব্যাংক ২০১৫’ পদকে ভূষিত করেছে।

সম্প্রতি হংকং-এ অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মাসরুর আরেফিন এবং হেড অব ব্রান্ড নাজমুল করিম চৌধুরী এ পুরস্কার গ্রহণ করেন।



অনুষ্ঠানে সারা বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকসমূহের ৫০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংককে বাংলাদেশের সেরা ব্যাংক পুরস্কার প্রদান প্রসঙ্গে 'ইউরোমানি' ঘোষণা করে যে, "সিটি ব্যাংক পরপর দুইবার এই পুরস্কার পেল তার তুলনাহীন ও অপ্রতিদ্বন্দ্বী কার্যক্রমের জন্য।

কর পরবর্তী মুনাফা, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুয়িটি ইত্যাদি সূচকে অতুলনীয় সাফল্য দেখানোর পাশাপাশি ব্যাংকটির ডিসেম্বর ২০১৪ তারিখের মার্কেট ক্যাপিটালইজেশন তার আগের ১২ মাস থেকে ৩০% বেড়েছে, যা মূলত:  ব্যাংকটিতে নানা ধরনের সেবা ও গ্রাহক বিভিন্নতার সুন্দর মিশেলের কারণে সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।