ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

দশ বছর পর লোকসান কাটিয়ে রাকাবে ৩২ কোটি টাকা মুনাফা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, জুলাই ১৫, ২০১৫
দশ বছর পর লোকসান কাটিয়ে রাকাবে ৩২ কোটি টাকা মুনাফা

রাজশাহী: দীর্ঘ ১০ বছর পর লোকসান কাটিয়ে গত (২০১৪-১৫) অর্থবছরে ৩২ কোটি টাকা মুনাফা অর্জন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।

রাকাব সূত্র জানায়, পরিকল্পনায় ১৫০০ কোটি টাকা ঋণ বিতরণ ও ১৮০০ কোটি টাকা ঋণ আদায় এবং শ্রেণিকৃত ঋণের হার ২৫ শতাংশের নীচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।



এর প্রেক্ষিতে সমবেত প্রচেষ্টায় বছরের বিভিন্ন সময় প্রকাশ্য ঋণ বিতরণ কর্মসূচি, ঋণ মেলা, ঋণ আদায় মহাক্যাম্প, আমানত হিসাব খোলা মেলার সফল আয়োজনের ফলে ব্যাংকের ৩৭৭টি শাখার মাধ্যমে ১৫৩৬ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১০২ শতাংশ এবং ১৮২৭ কোটি টাকা ঋণ আদায় করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১০২ শতাংশ। এছাড়া ৩৬২৬ কোটি টাকা আমানত সংগৃহীত হয়েছে এবং শ্রেণিকৃত ঋণের হার ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

এতে ব্যাংকের আর্থিক ভিত শক্তিশালী হওয়ার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল এবং রাকাব-এর গ্রাহক সেবার মানোন্নয়নে কম্পিউটারাইজেশন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

বুধবার (১৫ জুলাই) রাকাবের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক ব্যবস্থাপনায় মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর কর্মস্পৃহাকে জাগিয়ে তোলা, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে এ মুনাফা অর্জন কর‍া সম্ভব হয়েছে।

এদিকে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. শাহ নওয়াজ আলি বলেন, বিগত অর্থবছরের কয়েকমাস দেশে প্রতিকূল অবস্থা থাকার পরেও ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর নিরলস পরিশ্রম এবং ব্যাংক ব্যবস্থাপনার দক্ষ নেতৃত্বে এ সফলতা অর্জিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।