ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়ায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, জুলাই ১৩, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা উদ্বোধন ছবি: সংগৃহীত

ঢাকা: গ্রাহকদের আরো উন্নততর সেবা প্রদান করতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখার যাত্রা শুরু হয়েছে।

সোমবার(১৩ জুলাই’২০১৫) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী শাখাটির উদ্বোধন করেন।



এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান একেএম আবু ছগীর চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক নিজাম উদ্দিন আহম্মেদ, কুমিল্লা শাখার ব্যবস্থাপক মো. নুরুল আমিন মিয়া, তন্তর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মেজবাউল আলম, রানাভোলা শাখার ব্যবস্থাপক এসআইএম শাহরিয়ারসহ বিপুলসংখ্যক গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বা্ংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।