ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

সোনামসজিদ বন্দরে ৩ রাজস্ব কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জুলাই ১২, ২০১৫
সোনামসজিদ বন্দরে ৩ রাজস্ব কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

চাঁপাইনবাবগঞ্জ: ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে ১০ হাজার কেজি চাল আনার ঘটনায় তিন রাজস্ব কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে তাদের স্ট্যান্ড রিলিজ করা হয়।

এদের মধ্যে একজন রাজস্ব কর্মকর্তা ও দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তা রয়েছে।

সোনামসজিদ বন্দরের শুল্ক কার্যালয়ের সহকারী কমিশনার মুহা. মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি ওই কর্মকর্তাদের নাম জানাননি।

বিজিবি জানায়, শনিবার রাত ১০টার দিকে ভারতীয় চাল নিয়ে দু’টি ট্রাক যথাক্রমে (ঢাকা মেট্রো-ট-১৬-১১৭৯ ও ঝিনাইদহ-ট-১১-১৩৫২) সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসে। এ সময়  ট্রাক দু’টি সোনামসজিদ বিওপির চেকপোস্টের কাছে গেলে গোপন সংবাদের ভিত্তিতে সুবেদার মো. শামছুর রহমানের নেতৃত্বে একটি টহল দল ওই ট্রাক দু’টি আটক করে।

পরবর্তীতে আটক ট্রাক দু’টি ওজন করা হলে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০ হাজার কেজি অতিরিক্ত চাল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

অতিরিক্ত ১০ হাজার কেজি চাল রোববার দুপুরে শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে বিকেল ৩টার দিকে বিজিবির এক প্রেসনোটে জানানো হয়। আটক চালগুলো মেসার্স আকন্দ এন্টারপ্রাইজের বলেও প্রেসনোটে জানানো হয়।

এ ব্যাপারে ৯ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।