ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

মাইসেলের নতুন মোবাইল উদ্বোধন ও ইফতার মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, জুলাই ১২, ২০১৫
মাইসেলের নতুন মোবাইল উদ্বোধন ও ইফতার মাহফিল

ঢাকা: মাইসেল মোবাইল সম্প্রতি ঢাকা জেলার রিটেইলার এবং পরিবেশকদের নিয়ে স্থানীয় একটি কনভেশন সেন্টারে ইফতার মাহফিল ও নতুন দু‘টি মোবাইল ফোন উদ্বোধন করেছে।

অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা, খুচরা বিক্রেতা ও পরিবেশকসহ পাঁচ শতাধিক লোক অংশ নেন।



আমন্ত্রিতদের ইফতার পরিবেশনের পাশাপাশি নতুন সিরিজের মোবাইল ফোন আয়রন-১ এবং আয়রন-২ উপস্থাপন ও এর আধুনিক ফিচার সম্পর্কে আলোচনা করা হয়।

আয়রন সিরিজের ফোনগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো দেখতে স্লিম। হ্যান্ডসেটগুলো মেটাল বডির, ডিসপ্লে কর্নিক গরিলা গ্লাস থ্রি দিয়ে তৈরি। এছাড়া রয়েছে আকর্ষণীয় সব ফিচার। যা বর্তমান সময়ের চাহিদা পূরণে সক্ষম। এই ফোনগুলোর ডিসপ্লে এতটাই শক্ত ও মজবুত যে, অসাবধানতায় হাত থেকে পরে গেলেও ভেঙ্গে যাবার ভয় নেই। অনুষ্ঠানে অংশ নেয়া রিটেইলাররা অনেক চেষ্টা করেও ফোনটি ভাঙতে পারেননি।  

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আবদুল হক, পরিচালক (অপারেশন) মো. নাহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার মুহাম্মদ মাহবুবুর রহমান মিয়াসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।