ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বেনাপোলে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, জুন ১১, ২০১৫
বেনাপোলে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার

বেনাপোল (যশোর): আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা।  

বুধবার (১০ জুন) রাতে সিঅ্যান্ডএফ কর্মচারীদের সংগঠন সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে কাস্টমস কর্তৃপক্ষের সমঝোতা বৈঠকের পর বৃহস্পতিবার সকালে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।



এদিকে, কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে বন্দর ও কাস্টমসে বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকালে আটকে থাকা পণ্য খালাসে বন্দর ব্যবহারকারী সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে তারা কাজে যোগ দিয়েছেন।

এর আগে, আমদানি-রফতানি বাণিজ্যের ক্ষেত্রে বিজিবি ও কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে ১০ জুন দুপুর ১২টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান সিঅ্যান্ডএফ কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।