ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা-আড়াইটা

বিজনেস এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, জুন ১০, ২০১৫
রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা-আড়াইটা

ঢাকা: আসন্ন রমজান মাসে ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার(১০ জুন’২০১৫) নতুন এ সময় নির্ধারণ করা হয়েছে।



বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন শাখার উপ মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভুইয়ার সই করা এ সংক্রান্ত পত্রে বলা হয়, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক অফিস খোলা থাকবে। তবে লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ জুন রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।