ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

ছাত্রীর চিকিৎসার্থে শাহজালাল ইসলামী ব্যাংকের অনুদান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, জুন ৮, ২০১৫
ছাত্রীর চিকিৎসার্থে শাহজালাল ইসলামী ব্যাংকের অনুদান ছবি: সংগৃহীত

ঢাকা: সড়ক দুর্ঘটনায় আহত খাদিজা সিদ্দিকী মিম নামে এক ছাত্রীর পাশে দাঁড়িয়েছে  বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। তার চিকিৎসার জন্য এক লাখ টাকার অনুদান দিয়েছে ব্যাংকটি।



সোমবার (০৮ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে মিমের বাবা আবু বকর সিদ্দিকের হাতে এ টাকার চেক তুলে দেন শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. তৌহিদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী।  

এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসিহউল হক চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেতাউর রহমান ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।  

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় খাদিজা সিদ্দিকী মিম গুরুতর আহত হন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৫
এসএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।